সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কঙ্গোতে বড়দিনের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৬

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বেনি শহরের একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। ভয়াবহ এ ঘটনায় হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হন আরও ১৩ জন।

শনিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে যখন হামলাটি চালানো হয়, সে সময় রেস্তোরাঁটিতে বড়দিন উৎসব চলছিল। ৩০ জনেরও বেশি মানুষ সেই উদযাপনে উপস্থিত ছিলেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী।

বেনি পুলিশের বরাতে করা প্রতিবেদনে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলছে, দেহে বোমা বাঁধা অবস্থাতে ওই হামলাকারী যখন রেস্তোরাঁর ভেতরে প্রবেশের চেষ্টা করছিল, তখন তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে বাধা দেন সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা। মূলত পুলিশের বাধার কারণে ভেতরে ঢুকতে না পেরে গেটের কাছেই বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি।

বেনির পুলিশ কর্মকর্তারা বিবিসি নিউজকে জানিয়েছেন, হামলাকারীসহ মোট পাঁচজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এতে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত হামলার দায় কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। কিন্তু কঙ্গোর পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ভয়াবহ ওই হামলার জন্য অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্স (এডিএফ) নামে একটি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন। কঙ্গোভিত্তিক গোষ্ঠীটি ইরাক-সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কযুক্ত।

গত কয়েক সপ্তাহে বেনিতে সশস্ত্র বাহিনী ও পুলিশের সঙ্গে কয়েকবার সংঘর্ষ হয়েছে এডিএফ সদস্যদের। চলতি বছরের নভেম্বর মাস থেকে এই গোষ্ঠীটিকে দমনে কঙ্গো ও উগান্ডার সেনাবাহিনী দুই দেশে যৌথ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, উগান্ডার সরকার বিরোধী উগ্রপন্থি কিছু মুসলিম ১৯৯০ সালে দেশটিতে এডিএফ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে উগান্ডা ও তার প্রতিবেশী কঙ্গো- দুই দেশেই একের পর এক আক্রমণের মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে এডিএফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কঙ্গোতে বড়দিনের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৬

প্রকাশিত সময় : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বেনি শহরের একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। ভয়াবহ এ ঘটনায় হামলাকারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হন আরও ১৩ জন।

শনিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে যখন হামলাটি চালানো হয়, সে সময় রেস্তোরাঁটিতে বড়দিন উৎসব চলছিল। ৩০ জনেরও বেশি মানুষ সেই উদযাপনে উপস্থিত ছিলেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী।

বেনি পুলিশের বরাতে করা প্রতিবেদনে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলছে, দেহে বোমা বাঁধা অবস্থাতে ওই হামলাকারী যখন রেস্তোরাঁর ভেতরে প্রবেশের চেষ্টা করছিল, তখন তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে বাধা দেন সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা। মূলত পুলিশের বাধার কারণে ভেতরে ঢুকতে না পেরে গেটের কাছেই বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি।

বেনির পুলিশ কর্মকর্তারা বিবিসি নিউজকে জানিয়েছেন, হামলাকারীসহ মোট পাঁচজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এতে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত হামলার দায় কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। কিন্তু কঙ্গোর পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ভয়াবহ ওই হামলার জন্য অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্স (এডিএফ) নামে একটি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন। কঙ্গোভিত্তিক গোষ্ঠীটি ইরাক-সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কযুক্ত।

গত কয়েক সপ্তাহে বেনিতে সশস্ত্র বাহিনী ও পুলিশের সঙ্গে কয়েকবার সংঘর্ষ হয়েছে এডিএফ সদস্যদের। চলতি বছরের নভেম্বর মাস থেকে এই গোষ্ঠীটিকে দমনে কঙ্গো ও উগান্ডার সেনাবাহিনী দুই দেশে যৌথ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, উগান্ডার সরকার বিরোধী উগ্রপন্থি কিছু মুসলিম ১৯৯০ সালে দেশটিতে এডিএফ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে উগান্ডা ও তার প্রতিবেশী কঙ্গো- দুই দেশেই একের পর এক আক্রমণের মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে এডিএফ।