মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রামপুরায় বাসে আগুন : তিন সহযোগীসহ মনির গ্রেফতার

রাজধানীর রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতা মনির হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ২৯ নভেম্বর রামপুরায় অনাবিল বাসের চাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গত ২৯ নভেম্বর রাত ১১টার পরে রামপুরা বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং ঘটনার অন্যতম হোতা মনির হোসেন। তাকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর রামপুরা ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে মাঈনুদ্দিনের মৃত্যুর পর ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় অন্তত আটটি বাস পুড়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রামপুরায় বাসে আগুন : তিন সহযোগীসহ মনির গ্রেফতার

প্রকাশিত সময় : ১১:৩৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

রাজধানীর রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতা মনির হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ২৯ নভেম্বর রামপুরায় অনাবিল বাসের চাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গত ২৯ নভেম্বর রাত ১১টার পরে রামপুরা বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং ঘটনার অন্যতম হোতা মনির হোসেন। তাকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর রামপুরা ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে মাঈনুদ্দিনের মৃত্যুর পর ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় অন্তত আটটি বাস পুড়ে যায়।