রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ১০তলা বিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল।
রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)।
এ সময় রাবি ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, প্রো-ভিসি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. লিয়াকত আলীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০তলা বিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল নির্মাণ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
নির্মিত হলটিতে ছাত্রদের জন্য মোট ৪৮২টি কক্ষ থাকবে। হলের প্রতিটি কক্ষে দুই সিটে দুইজন করে মোট ৯৬৪ জন ছাত্র থাকতে পারবে। হলে থাকবে ৩৭টি হাউস টিউটর ও অফিস কক্ষ। থাকবে ৬টি অত্যাধুনিক লিফটসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা। এই হলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ১০তলা বিশিষ্ট ছাত্রদের আবাসিক হল।
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি মো.

নিজস্ব প্রতিবেদক: 























