সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৭০ কোটি টাকায় হচ্ছে শহীদ কামারুজ্জামান হল

৭০ কোটি টাকায় হচ্ছে শহীদ কামারুজ্জামান হল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ১০তলা বিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল।

রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)।

এ সময় রাবি ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, প্রো-ভিসি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. লিয়াকত আলীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০তলা বিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল নির্মাণ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

নির্মিত হলটিতে ছাত্রদের জন্য মোট ৪৮২টি কক্ষ থাকবে। হলের প্রতিটি কক্ষে দুই সিটে দুইজন করে মোট ৯৬৪ জন ছাত্র থাকতে পারবে। হলে থাকবে ৩৭টি হাউস টিউটর ও অফিস কক্ষ। থাকবে ৬টি অত্যাধুনিক লিফটসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা। এই হলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ১০তলা বিশিষ্ট ছাত্রদের আবাসিক হল।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি মো.

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৭০ কোটি টাকায় হচ্ছে শহীদ কামারুজ্জামান হল

প্রকাশিত সময় : ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ১০তলা বিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল।

রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)।

এ সময় রাবি ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, প্রো-ভিসি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. লিয়াকত আলীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০তলা বিশিষ্ট শহীদ এ এইচ এম কামারুজ্জামান হল নির্মাণ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

নির্মিত হলটিতে ছাত্রদের জন্য মোট ৪৮২টি কক্ষ থাকবে। হলের প্রতিটি কক্ষে দুই সিটে দুইজন করে মোট ৯৬৪ জন ছাত্র থাকতে পারবে। হলে থাকবে ৩৭টি হাউস টিউটর ও অফিস কক্ষ। থাকবে ৬টি অত্যাধুনিক লিফটসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা। এই হলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ১০তলা বিশিষ্ট ছাত্রদের আবাসিক হল।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি মো.