সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত কেজরিওয়াল

করোনা আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে টুইট করে তিনি নিজেই এ খবর জানিয়েছেন।

টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। হালকা উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেকে আলাদা করুন এবং করোনা পরীক্ষা করান।’

ভারতের বিভন্ন রাজ্যে দ্রুতই বাড়ছে করোনা সংক্রমণ। আবার আক্রান্তদের বেশিরভাগই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।

ভারতের রাজধানী দিল্লিতে জিনোম সিকোয়েন্সিংয়ে শতাংশের নমুনায় ওমিক্রন পাওয়া গেছে। জানা গেছে, ৩০ ও ৩১ ডিসেম্বরের মধ্যে যতগুলো নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে ৮৪ শতাংশেই ওমিক্রন পজিটিভ।

সোমবার (৩ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন সোমবার এক বুলেটিনে নতুন করে চার হাজার জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানান। এতে দেখা গেছে, করোনা সংক্রমণের হার বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত ২৩ রাজ্যে ওমিক্রনের খোঁজ মিলেছে। তার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ৫১০ জনের শরীরে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে।

এদিকে নববর্ষ উদযাপনের পর হঠাৎ করেই ভারতের গোয়ায় করোনা সংক্রমণের হার বেড়েছে। সোমবার (৩ জানুয়ারি) রাজ্যটিতে ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়। এতে সেখানে করোনা শনাক্তের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। ভারতের উপকূলীয় এ রাজ্যটিতে বর্তমানে অ্যাকটিভ রোগী রয়েছেন এক হাজার ৬৭১ জন।

এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। বিধিনিষেধ অনুযায়ী, সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। বিধিনিষেধ চলাকালে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পণ্যবাহী যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

করোনা আক্রান্ত কেজরিওয়াল

প্রকাশিত সময় : ০৪:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২

করোনা আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে টুইট করে তিনি নিজেই এ খবর জানিয়েছেন।

টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। হালকা উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেকে আলাদা করুন এবং করোনা পরীক্ষা করান।’

ভারতের বিভন্ন রাজ্যে দ্রুতই বাড়ছে করোনা সংক্রমণ। আবার আক্রান্তদের বেশিরভাগই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।

ভারতের রাজধানী দিল্লিতে জিনোম সিকোয়েন্সিংয়ে শতাংশের নমুনায় ওমিক্রন পাওয়া গেছে। জানা গেছে, ৩০ ও ৩১ ডিসেম্বরের মধ্যে যতগুলো নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে ৮৪ শতাংশেই ওমিক্রন পজিটিভ।

সোমবার (৩ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন সোমবার এক বুলেটিনে নতুন করে চার হাজার জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানান। এতে দেখা গেছে, করোনা সংক্রমণের হার বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত ২৩ রাজ্যে ওমিক্রনের খোঁজ মিলেছে। তার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ৫১০ জনের শরীরে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে।

এদিকে নববর্ষ উদযাপনের পর হঠাৎ করেই ভারতের গোয়ায় করোনা সংক্রমণের হার বেড়েছে। সোমবার (৩ জানুয়ারি) রাজ্যটিতে ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়। এতে সেখানে করোনা শনাক্তের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। ভারতের উপকূলীয় এ রাজ্যটিতে বর্তমানে অ্যাকটিভ রোগী রয়েছেন এক হাজার ৬৭১ জন।

এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। বিধিনিষেধ অনুযায়ী, সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। বিধিনিষেধ চলাকালে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পণ্যবাহী যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।