শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ছাত্রলীগ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ছাত্রলীগ আমাদের আবেগ ও ভালোবাসার নাম। আমি ছাত্রলীগের প্রথম কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদকের কন্যা হিসেবে ছাত্রলীগকে নিয়ে গর্বিত। আমাদের ভাষা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। অতিমারি ও করোনার এ সময়টাতে নিজের পরিবারসহ দেশের সকলকে করোনামুক্ত রাখতে ছাত্রলীগের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা সকলেই যেন মাস্ক ব্যবহার করি এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করি। আমাদের অসাবধানতায় করোনা ব্যাপকহারে বেড়ে যেতে পারে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আ. লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, তাফাজ্জল হেসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।
চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় এ সময় জেলা ছাত্রলীগ, পৌর এবং সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিকালে মন্ত্রী চাঁদপুর সরকারি মহিলা কলেজের ১২ তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী হোষ্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























