বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবার আইনজীবী ফোরামের পদ থেকেও তৈমুরকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য পদ থেকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দেয়া হয়েছে৷

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানা যায়৷

সংগঠনের দপ্তরের দায়িত্বে থাকা সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ গতকাল রাতে এই বিজ্ঞপ্তি ইস্যু করা হয়৷ এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকেও সরিয়ে নেয়া হয় তৈমুর আলমকে৷

বিএনপি নেতারা বলছেন, দলের নিষেধ থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ায় তৈমুর আলম খন্দকারকে বিএনপি ও সহযোগী সংগঠনের তিনটি পদ থেকেই অব্যাহতি দেয়া হয়েছে৷ তাকে বিএনপি থেকে বহিষ্কারেরও আলোচনা চলছে দলের ভেতর৷

প্রসঙ্গত, সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীকে মেয়র পদে লড়ছেন তৈমুর আলম খন্দকার৷ ২০১১ সালে দলের নির্দেশে সিটি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি৷ ওইবার ডা. সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হন৷ এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন৷ তার বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৈমুর আলমসহ আরও ৫ প্রার্থী৷

শহরজুড়ে আরও আলোচনা রয়েছে, তৈমুর আলম খন্দকারকে এই নির্বাচনে সমর্থন দিচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে বিরোধের জেরেই নিজ দলের প্রার্থীর বিপরীতে গিয়ে বিএনপি নেতা তৈমুর আলমকে সমর্থন দিয়েছেন শামীম ওসমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এবার আইনজীবী ফোরামের পদ থেকেও তৈমুরকে অব্যাহতি

প্রকাশিত সময় : ০৮:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য পদ থেকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দেয়া হয়েছে৷

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানা যায়৷

সংগঠনের দপ্তরের দায়িত্বে থাকা সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ গতকাল রাতে এই বিজ্ঞপ্তি ইস্যু করা হয়৷ এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকেও সরিয়ে নেয়া হয় তৈমুর আলমকে৷

বিএনপি নেতারা বলছেন, দলের নিষেধ থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ায় তৈমুর আলম খন্দকারকে বিএনপি ও সহযোগী সংগঠনের তিনটি পদ থেকেই অব্যাহতি দেয়া হয়েছে৷ তাকে বিএনপি থেকে বহিষ্কারেরও আলোচনা চলছে দলের ভেতর৷

প্রসঙ্গত, সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীকে মেয়র পদে লড়ছেন তৈমুর আলম খন্দকার৷ ২০১১ সালে দলের নির্দেশে সিটি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি৷ ওইবার ডা. সেলিনা হায়াৎ আইভী বিজয়ী হন৷ এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন৷ তার বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৈমুর আলমসহ আরও ৫ প্রার্থী৷

শহরজুড়ে আরও আলোচনা রয়েছে, তৈমুর আলম খন্দকারকে এই নির্বাচনে সমর্থন দিচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে বিরোধের জেরেই নিজ দলের প্রার্থীর বিপরীতে গিয়ে বিএনপি নেতা তৈমুর আলমকে সমর্থন দিয়েছেন শামীম ওসমান।