সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রনের ধাক্কায় ফ্রান্সে আরও ৫ লাখ আক্রান্ত

মহামারি করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের তাণ্ডবে সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। গেল ২৪ ঘণ্টায় সংক্রমণ এতোটাই বেড়েছে যে, সেটি অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় পাঁচ লাখে পৌঁছেছে। এর আগে গত সপ্তাহেও দেশটি দৈনিক সংক্রমণে রেকর্ড করেছিল। বুধবার (১৯ জানুয়ারি) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ফরাসি বার্তা সংস্থা এএফপি তথ্যটি জানিয়েছে।

অবশ্য ওমিক্রনের প্রাদুর্ভাবে কেবল ফ্রান্সেই নয় পুরো ইউরোপজুড়ে কোভিড সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। ফ্রান্সের প্রতিবেশী ব্রিটেন, ইতালিসহ জার্মানি, স্পেন ও পোল্যান্ডের মতো রাষ্ট্রগুলোতেও সংক্রমণের পাশাপাশি প্রাণহানির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

ফরাসি স্বাস্থ্য দফতর পাবলিক হেলথ ফ্রান্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, গেল মঙ্গলবার ফ্রান্সে চার লাখ ৬৪ হাজার ৭৬৯ জন নতুন করে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। প্রাণঘাতী ভাইরাসটির তাণ্ডব শুরুর পর থেকে দেশটির ইতিহাসে এটি একটি রেকর্ড। এর আগের ২৪ ঘণ্টায় ইউরোপের দেশটিতে এক লাখ দুই হাজার ১৪৪ জন কোভিড পজিটিভ হয়েছিলেন।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গেল সাত দিনে ফ্রান্সে গড়ে তিন লাখেরও অধিক মানুষ রোগটিতে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৩৭৫ জন মৃত্যুবরণ করেছেন। মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে মোট এক কোটি ৪৭ লাখেরও অধিক মানুষ কোভিড সংক্রমিত হয়েছেন এবং প্রাণ হারানো লোকজনের সংখ্যা প্রায় এক লাখ ২৮ হাজার।

মঙ্গলবার বিশ্বজুড়ে নতুন করে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩০ লাখ ১৫ হাজারের অধিক মানুষ। সোমবারের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১১ লাখ বেড়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে নতুন করে সাড়ে ৯৪ হাজার, ইতালিতে সোয়া দুই লাখ, জার্মানিতে ৯৫ হাজার মানুষ রোগটিতে আক্রান্ত হয়েছেন।

এ দিকে দেশটির সরকারের কোভিড পরীক্ষা এবং আইসোলেশনের নতুন নিয়ম নিয়ে দ্বিতীয় দফায় ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি শিক্ষকদের সংগঠন। তাদের দাবি, সরকারের নতুন এই নীতির ফলে শ্রেণি শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ওমিক্রনের ধাক্কায় ফ্রান্সে আরও ৫ লাখ আক্রান্ত

প্রকাশিত সময় : ০২:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২

মহামারি করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনের তাণ্ডবে সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। গেল ২৪ ঘণ্টায় সংক্রমণ এতোটাই বেড়েছে যে, সেটি অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় পাঁচ লাখে পৌঁছেছে। এর আগে গত সপ্তাহেও দেশটি দৈনিক সংক্রমণে রেকর্ড করেছিল। বুধবার (১৯ জানুয়ারি) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ফরাসি বার্তা সংস্থা এএফপি তথ্যটি জানিয়েছে।

অবশ্য ওমিক্রনের প্রাদুর্ভাবে কেবল ফ্রান্সেই নয় পুরো ইউরোপজুড়ে কোভিড সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। ফ্রান্সের প্রতিবেশী ব্রিটেন, ইতালিসহ জার্মানি, স্পেন ও পোল্যান্ডের মতো রাষ্ট্রগুলোতেও সংক্রমণের পাশাপাশি প্রাণহানির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

ফরাসি স্বাস্থ্য দফতর পাবলিক হেলথ ফ্রান্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, গেল মঙ্গলবার ফ্রান্সে চার লাখ ৬৪ হাজার ৭৬৯ জন নতুন করে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। প্রাণঘাতী ভাইরাসটির তাণ্ডব শুরুর পর থেকে দেশটির ইতিহাসে এটি একটি রেকর্ড। এর আগের ২৪ ঘণ্টায় ইউরোপের দেশটিতে এক লাখ দুই হাজার ১৪৪ জন কোভিড পজিটিভ হয়েছিলেন।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গেল সাত দিনে ফ্রান্সে গড়ে তিন লাখেরও অধিক মানুষ রোগটিতে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৩৭৫ জন মৃত্যুবরণ করেছেন। মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে মোট এক কোটি ৪৭ লাখেরও অধিক মানুষ কোভিড সংক্রমিত হয়েছেন এবং প্রাণ হারানো লোকজনের সংখ্যা প্রায় এক লাখ ২৮ হাজার।

মঙ্গলবার বিশ্বজুড়ে নতুন করে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩০ লাখ ১৫ হাজারের অধিক মানুষ। সোমবারের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১১ লাখ বেড়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে নতুন করে সাড়ে ৯৪ হাজার, ইতালিতে সোয়া দুই লাখ, জার্মানিতে ৯৫ হাজার মানুষ রোগটিতে আক্রান্ত হয়েছেন।

এ দিকে দেশটির সরকারের কোভিড পরীক্ষা এবং আইসোলেশনের নতুন নিয়ম নিয়ে দ্বিতীয় দফায় ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি শিক্ষকদের সংগঠন। তাদের দাবি, সরকারের নতুন এই নীতির ফলে শ্রেণি শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।