রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা ফজলুল হক হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে সদ্য বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক ড. উজ্জল কুমার আচার্য্য তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণকালে ড. হাবিবুর রহমান বলেন, হলের প্রাধ্যক্ষ হিসাবে নিয়োগ দেয়ায় বিশ্বিবদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং হলের সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায়, তাদের পাশে থাকার চেষ্টা করবো।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম, আবাসিক শিক্ষক ও নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক এস এম সানজিদ রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও হলের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
ড. হাবিবুর রহমান রাবি ফোকলোর বিভাগ থেকে ২০০৩ সালে স্নাতক শেষ করেন। পরে ২০০৪ সালে স্নাতকোত্তর এবং ২০১১ সালে পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া তিনি ভারতের University of Kerala, National Institute of Rural Development -Hyderabad, Center for Mother Language and Development, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা কর্মসূচিতে যুক্ত ছিলেন।
এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশে ড. হাবিবের ১৬টি গ্রন্থ ও অর্ধশতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো- ফোকলোর: সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন, সামাজিক উন্নয়নে ফোকলোর, রাজশাহী বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রভৃতি।

রাবি প্রতিনিধি: 






















