বগুড়ার শেরপুরে রোববার (২৩ জানুয়ারি) দুপুরে পুকুর পুনঃখননের সময় কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ ।
জানা যায়, উপজেলার রাজবাড়ী এলাকা থেকে গত কয়েকদিন ধরে আব্দুল হান্নান নামের এক ব্যক্তি পুকুর খনন করে এ্যাস্কভেটর মেশিন দিয়ে ড্রাম ট্রাকে করে মাটি তুলে নিয়ে এসে একই ইউনিয়নের ব্রাকবটতলায় নিচু জমি মাটি দিয়ে ভরাট করছিল। কোন এক সময় সেই মাটির সঙ্গে বিষ্ণুমূর্তি চলে আসে।
ব্রাকবটতলা এলাকার শরিফুল ইসলাম (১২) নামের এক শিশু ও তার সঙ্গীরা খেলতে গিয়ে বিষ্ণুমূর্তিটি দেখতে পায়। পরে মাটিকাটা শ্রমিকরা তাদের কাছে থেকে বিষ্ণুমূর্তি নিয়ে নেয়। এ নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতুহল সৃষ্টি হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত কালো পাথরের মূর্তিটি অনেকেই বলছে বিষ্ণুমূতি। মূর্তিটি এখন থানা হেফাজতে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক: 






















