মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি লংঘনে পথচারীদের কাছ থেকে ১ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়।
সংক্রমণ নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।এসব আদালতের সামনে পড়লে অজুহাত দেখালেও পার পাওয়া যাচ্ছে না।
রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। এ সময় সহযোগীতা করেন শ্রীমঙ্গল থানার ওসি অপারেশন নয়ন কারকুনসহ থানার পুলিশ ফোর্স।
নজরুল ইসলাম জানিয়েছেন, সংক্রমন বিধির ২৬৯ ধারায় ৯টি মামলা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১ হাজার ৭শত টাকা। যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন সোমবার থেকে স্বাস্থ্যবিধি না মানলে জেল দেয়া হবে।
এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম হ্যাণ্ড মাইকে শহর ঘুরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে মাস্ক পরার আহবান জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন পথচারীর মাঝে মাস্ক বিতরন করা হয়। স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
























