গোপালগঞ্জে মোসলেম সরদার হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় দেন। এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইকবাল সিকদার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুরছালিন ও ইনামুল সিকদার পলাতক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের ঝিলু সিকদারের ছেলে ইকবাল সিকদার (৪০) এবং একই গ্রামের সাকায়েত সিকদারের ছেলে সেলিম সিকদার (৪২)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিমের বাবা সাকায়েত সিকদার, একই গ্রামের মুরছালিন, ইনামুল সিকদার, আজিজুল সিকদার, ওসমান মুন্সী এবং নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার রায়পাশা গ্রামের পলাশ শেখ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























