অনেক জল্পনা কল্পনা শেষে দীর্ঘ ৫ বছর পর গত ৩০ জানুয়ারি ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)শাখার ১৮টি আবাসিক হলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়,সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব হয়েছেন বগুড়ার সন্তান আতিকা বিনতে হোসেন।এছাড়া সাধারণ সম্পাদক পদে মনোনিত হয়েছেন অন্তরা দাস পৃথ্বা।
স্বাভাবিকভাবে প্রতিবার ছাত্রলীগের কমিটিতে স্থান পেতে যে বিষয়গুলো সামনে আসে তার মধ্যে প্রার্থীর পারিবারিক রাজনৈতিক পরিচয়,অর্থনৈতিক অবস্থা, আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে লিংক লবিং ও নেতাদের তদবির।
তবে এবারের ঢাবি শাখা ছাত্রলীগের ১৮টি হলের কমিটি নির্বাচনে এসবের একটাও বিবেচনায় নেওয়া হয়নি বলে জানিয়েছেন রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আতিকা বলেন,ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস দাদা ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ভাই কে।
এছাড়াও বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রনায়ক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি।

নিজস্ব প্রতিবেদক: 

























