রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সব আবাসিক হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশ। তারা এখন থেকে ক্যাম্পাসের পুলিশ ফাঁড়িতে অবস্থান করবেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন পুলিশ সদস্যকে বেডিংপত্রসহ ক্যাম্পাস থেকে বের হতে দেখা যায়। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল ১৭টি। এর মধ্যে ছেলেদের ১১টি হলের প্রবেশদ্বারে বছরের পর বছর পুলিশের অবস্থান থাকলেও আগে থেকেই পুলিশমুক্ত ছিল মেয়েদের ছয়টি হল।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ছেলেদের ১১টি হল থেকে আপাতত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এই সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুলিশ বক্স ও বিভিন্ন এলাকায় কাজ করবেন।
হল থেকে পুলিশ সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, হল থেকে পুলিশ স্থানান্তর করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুলিশ বক্স ও বিভিন্ন স্থানে তাদের রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: 























