বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দাবি না মানলে আমরণ অনশনের হুমকি কারিগরি শিক্ষকদের

১৯ মাসের বকেয়া বেতনের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করছেন ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাতশর বেশি শিক্ষক। পয়লা ফেব্রুয়ারি থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করে আসছেন। ৮ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা।

সমাবেশে অংশ নেয়া শিক্ষকরা জানান, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোতে ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রকল্পের মাধ্যমে নিয়োজিত শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার কথা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। এছাড়া শিক্ষকরা গত ১৯ মাস ধরে সেবা দিয়ে এলেও বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। ৮ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা।

উল্লেখ্য, ২০১০ সালে এই প্রকল্পটি শুরু হয়। পরে ২০১২ এবং ২০১৪ সালে দুই ধাপে ১০১৫ জন শিক্ষক নিয়োগ করা হয়। যার মধ্যে বর্তমানে ৭৭৭ জন কর্মরত আছেন। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন ১১ জন।

প্রকল্প শেষ হয় ৩০ জুন ২০১৯। এরপর ২০১৯-২০২০ সালে তাদের রাজস্ব খাত থেকে এক বছরের বেতন দেওয়া হয়। এ ছাড়া ২২ মে ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তর সারসংক্ষেপ অনুমোদন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দাবি না মানলে আমরণ অনশনের হুমকি কারিগরি শিক্ষকদের

প্রকাশিত সময় : ১০:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

১৯ মাসের বকেয়া বেতনের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করছেন ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাতশর বেশি শিক্ষক। পয়লা ফেব্রুয়ারি থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করে আসছেন। ৮ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা।

সমাবেশে অংশ নেয়া শিক্ষকরা জানান, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোতে ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রকল্পের মাধ্যমে নিয়োজিত শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার কথা থাকলেও সেটি বাস্তবায়ন হয়নি। এছাড়া শিক্ষকরা গত ১৯ মাস ধরে সেবা দিয়ে এলেও বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। ৮ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা।

উল্লেখ্য, ২০১০ সালে এই প্রকল্পটি শুরু হয়। পরে ২০১২ এবং ২০১৪ সালে দুই ধাপে ১০১৫ জন শিক্ষক নিয়োগ করা হয়। যার মধ্যে বর্তমানে ৭৭৭ জন কর্মরত আছেন। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন ১১ জন।

প্রকল্প শেষ হয় ৩০ জুন ২০১৯। এরপর ২০১৯-২০২০ সালে তাদের রাজস্ব খাত থেকে এক বছরের বেতন দেওয়া হয়। এ ছাড়া ২২ মে ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের রাজস্ব খাতে স্থানান্তর সারসংক্ষেপ অনুমোদন করেন।