মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রশ্ন করায় সাংবাদিককে পেটাল পুলিশ

মোটরসাইকেলে চালিয়ে যাচ্ছিলেন দুই পুলিশ কনস্টেবল। কিন্তু সে সময় তাদের কারও মাথায় ছিলো না হেলমেট। সেই বিষয়ে দুই পুলিশকে প্রশ্ন করেন এক সাংবাদিক। আর এতেই রেগে যান তারা।

এক পর্যায়ে দুই পুলিশ সেই সাংবাদিককে মারধর করেন। মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার ভারতের আসামের বসুগাঁওয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক জয়ন্ত দেবনাথ বলেন, মোটরসাইকেলে থাকা দুই পুলিশ হেলমেট পরা ছিল না। আমার একমাত্র দোষ;  আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম,  আপনাদের এমন আচরণে সাধারণ জনগণকে কী বার্তা দেবে? পরে তারা প্রকাশ্যে আমাকে নির্যাতন করেছে। সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে মারধর করতে থাকে।

জয়ন্ত আরও বলেন, পুলিশকে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু তারা  সেটার অপব্যবহার করছে। আমি আসাম সরকারকে বলতে চাই, আপনারা আইন করছেন আর সেটি ভাঙছে আপনার জনগণ। এ নিয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আসামের চিরাং পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট লাবা কুমার ডেকা বলেন, দুই কনস্টেবলের বিরুদ্ধে জয়ন্ত দেবনাথের এফআইআরের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরে এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রশ্ন করায় সাংবাদিককে পেটাল পুলিশ

প্রকাশিত সময় : ১১:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

মোটরসাইকেলে চালিয়ে যাচ্ছিলেন দুই পুলিশ কনস্টেবল। কিন্তু সে সময় তাদের কারও মাথায় ছিলো না হেলমেট। সেই বিষয়ে দুই পুলিশকে প্রশ্ন করেন এক সাংবাদিক। আর এতেই রেগে যান তারা।

এক পর্যায়ে দুই পুলিশ সেই সাংবাদিককে মারধর করেন। মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার ভারতের আসামের বসুগাঁওয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক জয়ন্ত দেবনাথ বলেন, মোটরসাইকেলে থাকা দুই পুলিশ হেলমেট পরা ছিল না। আমার একমাত্র দোষ;  আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম,  আপনাদের এমন আচরণে সাধারণ জনগণকে কী বার্তা দেবে? পরে তারা প্রকাশ্যে আমাকে নির্যাতন করেছে। সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে মারধর করতে থাকে।

জয়ন্ত আরও বলেন, পুলিশকে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু তারা  সেটার অপব্যবহার করছে। আমি আসাম সরকারকে বলতে চাই, আপনারা আইন করছেন আর সেটি ভাঙছে আপনার জনগণ। এ নিয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আসামের চিরাং পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট লাবা কুমার ডেকা বলেন, দুই কনস্টেবলের বিরুদ্ধে জয়ন্ত দেবনাথের এফআইআরের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরে এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।