রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতাসহ আরও একাধিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো রাশিয়ার সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে যেসব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা যায় এমন বেশ কিছু ক্ষেত্র বাছাই করেছেন। রাশিয়ার সংবাদমাধ্যম তাস-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বলসোনারো এমন এক সময়ে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করলেন যখন ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট আগামী সপ্তাহে মস্কো সফরে যাবেন। আসন্ন এই সফরে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্যই বলসোনারো এসব ক্ষেত্র চিহ্নিত করেছেন।
জাইর বলসোনারো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘ব্রাজিল সাররে জন্য রাশিয়া ও বেলারুশের ওপর উল্লেখযোগ্য পরিমাণে নির্ভরশীল। এ ছাড়া আমরা অন্যান্য বিষয়ও আলোচনা করব। আমার সঙ্গে একদল মন্ত্রীও যাবেন। আমাদের দেশ জ্বালানি, প্রতিরক্ষা এবং কৃষি খাতে সহযোগিতায় আগ্রহী।’
ব্রাজিলের রাষ্ট্রপ্রধান বিশ্বে সকলের জন্য শান্তি নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বলসোনারোর মস্কো সফরে পরিকল্পনা রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর আলোচনার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।
সফরকালে বলসোনারো রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমার স্পিকার ও দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গ সাক্ষাৎ করবেন। এ ছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে এই সফরে।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























