বেশ কয়েকদিন দেশের আবহাওয়া শুষ্ক এবং একইসঙ্গে রয়েছে। তবে সামনে সপ্তাহের শুরুতেই (২০, ২১ ফেব্রুয়ারি) আবারও দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসের এ তথ্য জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।
তিনি জানান, আজ সকাল ৯ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া রংপুরে ১৩.০, রাজারহাট ৯.৪, সৈয়দপুরে ১২.১, ডিমলায় ১১.৯, রাজশাহীতে ১০.৭, নওগাঁয় ১৪.৫, যশোরে ১১.০, চুয়াডাঙ্গায় ১০.৩, শ্রীমঙ্গলে ৯.৬, তেঁতুলিয়ায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























