রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাটে কলেজশিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া মৃত্যুর ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারভুক্ত আসামি সাইফা রহমান মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের পর মিমের ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সাইফা রহমান মিম হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাবেক স্ত্রী। সন্ধ্যায় পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বলেন, সাইফা রহমান মিমকে পিবিআইয়ের স্পেশাল ক্রাইম অফিসে এনে জিজ্ঞাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, মুনিয়ার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও তার পরিবারের সদস্যদের অব্যাহতি দিয়ে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়ার পর মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া গত ৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের মামলা করেন। ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরুজা পারভীন বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বসুন্ধরার এমডি আনভীরের পাশাপাশি তার বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মা আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা, শারমিন, সাইফা রহমান মিম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহিম আহমেদ রিপনকে এ মামলায় আসামি করা হয়।
উল্লেখ্য, গতবছরের ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আদালতের নির্দেশে গুলশান থানায় গত ৭ সেপ্টেম্বর মামলা হয়। পরে মামলার তদন্তভার দেয়া হয় পিবিআইকে।ভোরের কাগজ

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























