রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রধর্ম ইসলাম: আপিল শুনানি বৃহস্পতিবার

রাষ্ট্রধর্ম ইসলাম: আপিল শুনানি বৃহস্পতিবার

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্তের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদনের ওপর বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এদিকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, মাই লর্ড এটি রাষ্ট্র ধর্মের বিষয়। এটি নিয়ে পাবলিক ইন্টারেস্ট আছে। বিষয়টি যদি আপনারা সবাই মিলে শুনতেন। তখন আদালত বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী বৃহস্পতিবার শুনানির জন্য নির্ধারণ করেন।

আদালতে এদিন রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী। মামলায় পক্ষভুক্ত আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।

উল্লেখ্য, সংবিধানের ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। এরপর ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর রিটটি খারিজ করে রায় দেয় বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এরপর হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাষ্ট্রধর্ম ইসলাম: আপিল শুনানি বৃহস্পতিবার

প্রকাশিত সময় : ০৪:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্তের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদনের ওপর বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এদিকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, মাই লর্ড এটি রাষ্ট্র ধর্মের বিষয়। এটি নিয়ে পাবলিক ইন্টারেস্ট আছে। বিষয়টি যদি আপনারা সবাই মিলে শুনতেন। তখন আদালত বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী বৃহস্পতিবার শুনানির জন্য নির্ধারণ করেন।

আদালতে এদিন রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী। মামলায় পক্ষভুক্ত আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।

উল্লেখ্য, সংবিধানের ২(ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী। এরপর ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর রিটটি খারিজ করে রায় দেয় বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এরপর হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী।