রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল শাখারগুলোর নির্বাচন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমরা হল সম্মেলন করতে চেয়েছিলাম। এজন্য প্রার্থীদের জীবনবৃত্তান্তও সংগ্রহ করা হয়েছিলো। তবে অনিবার্য কারণে তখন সেটি সম্ভব হয়নি। এরপর করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে।
তিনি আরো বলেন অবশেষে রাজশাহীর সিটি মেয়র ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ১৪ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮টি হলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর আর হল সম্মেলন হয়নি। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সম্মেলনের উদ্যোগ নেওয়া হলেও সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে পাঁচ বছরের ওপরে এক কমিটি দিয়েই চলছে রাবি শাখা ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদক: 
























