রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের উদ্ধারে আশাতীত সমর্থন না পাওয়ায় পশ্চিমা রাষ্ট্রগুলোকে কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি বলেন, ‘গতকালের মতো আজ সকালেও আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষার জন্য একা লড়ছি। এমন অবস্থায় বিশ্বের শক্তিশালী বাহিনীগুলো দূর থেকে এ ঘটনা দেখছে। আমাদের হয়ে কে লড়তে প্রস্তুত আছে? কে আমাদের ন্যাটর পূর্ণ সদস্য হওয়ার নিশ্চয়তা দিতে পারে? প্রত্যেকেই ভীত।’
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার।
জেলেনস্কি বলেন, গতকালের নিষেধাজ্ঞার কারণে কি রাশিয়া হামলা বন্ধ করেছে? সকাল ৪টার দিকে কিয়েভে হামলা শুরু হয়। রাশিয়া সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও রাশিয়া বলেছিল, তারা বেসামরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে না।
তিনি আরও বলেন, এ লড়াই ও আক্রমণ বন্ধের জন্য রাশিয়াকে এখন অথবা পরে আমাদের সঙ্গে কথা বলতে হবে।
হামলা বন্ধ না হওয়া পর্যন্ত দেশ রক্ষায় প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় তিনি দেশমাতৃকার জন্য জীবন দেওয়া সীমান্তরক্ষী বাহিনীসহ সকল ইউক্রেনীয় সৈনিকদের ‘বীর শহীদ’ হিসেবে আখ্যায়িত করেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনে রুশ হামলার প্রথম দিনে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই ভয়াবহ সংঘাত চলছে। শুরুতে নানা আশ্বাস দিলেও সংঘাত শুরুর পরেই ইউক্রেনকে সামরিক সহায়তা না দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় মিত্ররাষ্ট্র।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























