‘গুণগত পরিসংখ্যান, উন্নত জীবণের সোপান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথমবারের মত জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় পরিসংখ্যান ডিসিপ্লিনের আয়োজিত এ বর্ণাঢ্য র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অদম্য বাংলায় এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন পরিসংখ্যান ডিসিপ্লিনের এ আয়োজনের শুভকামনা জানান। একইসাথে পরিসংখ্যানের ব্যবহার বাস্তব জীবণে অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা র্যালিটির উদ্ভোধন করেন। এছাড়া বাস্তব জীবণে অতি গুরুত্বপূর্ণ উল্লেখ করে গবেষণায় ও বাস্তব জীবণে পরিসংখ্যানের গুরুত্ব উল্লেখ করেন। র্যালির শুরুতে উদযাপন কমিটির আহ্বায়ক পরিসংখ্যান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. সালাউদ্দিন খান র্যালিতে উপস্থিত সকলকে স্বাগত জানান। র্যালির শেষে পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার উপস্থিত সকলকে জাতীয় পরিসংখ্যান দিবসের শুভেচ্ছা জানান। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানের সঠিক ব্যবহার ও এর তাৎপর্য তুলে ধরেন। র্যালিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সহ পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান, ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয় পরিসংখ্যান দিবসে খুবিতে বর্ণাঢ্য র্যালি
-
খুবি প্রতিনিধি: - প্রকাশিত সময় : ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- ৩১৮
Tag :
সর্বাধিক পঠিত


























