কুষ্টিয়ার কুমারখালীতে গলায় জোড়া ওড়না পেঁচানো অবস্থায় আফরোজা খাতুন ওরফে পায়রা (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের ডাঁসা গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আতিয়ার রহমানের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্ত ছিলেন।
নিহতের ভাই মোহন বলেন, সকালে খবর পেয়ে বোনের লাশ নিয়ে বাড়ি এসেছি। কিভাবে মারা গেছে জানি না। তার মৃত্যু রহস্যজনক। বাড়ি থেকে প্রায় ৭০০ মিটার দূরে পুকুরপাড়ে উপুড় হয়ে পড়ে ছিল পায়রার মরদেহ।
তিনি বলেন, রাতে ঘরেই শুয়ে ছিল পায়রা। সকালে পুকুরপাড়ে গলায় দুইটি ওড়না পেচানো লাশ পাওয়া গেল। তাকে হত্যা করা হতে পারে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার নিউজ টোয়েন্টিফোরকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

কুষ্টিয়া প্রতিবেদক: 

























