রোকেয়া হল ছাত্রলীগের উদ্যোগে শুরু হয়েছে “প্রিয়দর্শিনী উদ্যোক্তা মেলা ২০২২”। উক্ত মেলার উদ্বোধন করেছেন রোকেয়া হলের প্রোভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন,সাধারণ সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ফাজরীন হুদা,প্রাক্তন চেয়ারম্যান,বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।

রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন বলেন, “মুজিব শতবর্ষ এবং নারী দিবস উপলক্ষে আমাদের রোকেয়া হল ছাত্রলীগের এই উদ্যোগ। আমরা চাই আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের নারীরাই নেতৃত্ব দিবে বাংলাদেশকে। আমরা নারীরা শুধু চাকুরী করবো না বরং অন্যেরও কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা নারী,আমরাই পারি।”
সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথ্বা বলেন আমাদের প্রধান উদ্দেশ্য ছিলো নারী শিক্ষার্থীদের মধ্যে যারা উদোক্তা তাদের উদ্যোগ সম্পর্কে যেন হলের শিক্ষার্থীরা জানতে পারে এবং ক্রেতাদের সাথে উদ্যোক্তাদের যোগাযোগ গড়ে ওঠে ।পাশাপাশি মেলার মাধ্যমে যেন নারী উদ্যোক্তারা নিজেদের মধ্য অভিজ্ঞতা বিনিময় করতে পারে এবং নিজেরাই নিজেদেরকে আরো সামনে এগিয়ে নিতে পারে সে চেষ্টাও করা হয়েছে। আমরা বিশ্বাস করি মহামারী পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিতে এই নারী উদ্যোক্তারাই সহায়ক শক্তি হয়ে উঠবে। নারীদের হাতেই গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের আগামীর বাংলাদেশ।

১৫ ই মার্চ সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় মোট ৩৪ টি দেশী-বিদেশী পণ্যের স্টল বসেছে। এখানে রয়েছে হাতের তৈরী শাড়ি, গহনা, হিজাব, পাঞ্জাবী, কুর্তি, নন এলকোহলিক সেন্ট, খাবারসহ অনেক কিছু। অনেকে এটা শুনে হয়তো অবাক হবেন যে, প্রিয়দর্শিনী উদ্যোক্তা মেলায় একজন দৃষ্টিপ্রতিবন্ধী উদ্যোক্তাও রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক: 




















