বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে দ্রব্যমূল্য কমই বেড়েছে: তথ্যমন্ত্রী

যেসব অসাধু ব্যবসায়ীদের কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য সব দেশেই ৬০ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে তো সে তুলনায় কমই বেড়েছে। তবে যেসব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে সেগুলো যাতে মানুষ কম মূল্যে পণ্য কিনতে পারে তার জন্য টিসিবির ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় ‘গণমাধ্যমের হাতেখড়ি’ বইয়ের মোড়ক উম্মোচনের পর তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, দ্রব্যমূল্য যাতে বৃদ্ধি পায় তার জন্য ভেতরে ভেতরে অসাধু ব্যবসায়ীদের বিএনপি তাল দিচ্ছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা এখন নানা কথা বলছেন। অথচ তাদের নেতা তারেক জিয়া ও খালেদা জিয়া মিলে বিদেশে টাকা পাচার করতো। তাদের মুখে এসব কথা মানায় না। তাদের সময়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অবস্থা থেকে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বহির্বিশ্বের সবাই দেশের প্রশংসা করছে। তাতে বিএনপির গাত্রদাহ হচ্ছে। তাই তারা এমন করে।

বইমেলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই বই মেলা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এই বইমেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানবার আগ্রহ হোক, তরুণরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক, তবেই হবে বইমেলার সফলতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দেশে দ্রব্যমূল্য কমই বেড়েছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

যেসব অসাধু ব্যবসায়ীদের কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য সব দেশেই ৬০ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে তো সে তুলনায় কমই বেড়েছে। তবে যেসব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে সেগুলো যাতে মানুষ কম মূল্যে পণ্য কিনতে পারে তার জন্য টিসিবির ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় ‘গণমাধ্যমের হাতেখড়ি’ বইয়ের মোড়ক উম্মোচনের পর তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, দ্রব্যমূল্য যাতে বৃদ্ধি পায় তার জন্য ভেতরে ভেতরে অসাধু ব্যবসায়ীদের বিএনপি তাল দিচ্ছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা এখন নানা কথা বলছেন। অথচ তাদের নেতা তারেক জিয়া ও খালেদা জিয়া মিলে বিদেশে টাকা পাচার করতো। তাদের মুখে এসব কথা মানায় না। তাদের সময়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অবস্থা থেকে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বহির্বিশ্বের সবাই দেশের প্রশংসা করছে। তাতে বিএনপির গাত্রদাহ হচ্ছে। তাই তারা এমন করে।

বইমেলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই বই মেলা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এই বইমেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানবার আগ্রহ হোক, তরুণরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক, তবেই হবে বইমেলার সফলতা।