বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
আজ মঙ্গলবার সকালে রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে অনুযায়ী এই দিবসটি উদযাপনের জন্য রাবি প্রশাসনের গৃহীত কর্মসূচির মধ্যে আছে, সকাল ৭:৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৮টায় ‘সাবাস বাংলাদেশ’ চত্বর থেকে শোভাযাত্রা, সকাল ৮:৪৫ মিনিট থেকে শেখ রাসেল মডেল স্কুল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা।
কর্মসূচিতে আরো আছে, বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া, বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে শিশুদের খেলাধুলা, সন্ধ্যা ৬:৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থণা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























