এবার রাজশাহীর বাঘমারায় জাতীয় জরুরী সেবা নাম্বারে ( ৯৯৯) ফোন করে ক্ষুদ্ধ এলাকাবাসীর হাত থেকে রক্ষা পেলেন প্রেমিক-প্রেমিকা।
ওই ব্যক্তিও প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকার করে জানান , সকালে তিনি ওই নারীর ডিভোর্সের কাগজপত্র নারীর স্বামীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আসেন। ছয়টার পর তিনি ওই নারীর বাড়িতে ঢোকেন। এর কিছুক্ষণ পরই স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তিন লাখ টাকা দাবি করে। টাকা দিতে আপত্তি জানালে তাকে মারধর করে আটকে রাখা হয়। পরে তাঁরা সাহায্যের জন্য ৯৯৯-এ কল করেন।
স্থানীয় লোকজন বলেন, ওই নারীর আচরণে তাদের সন্দেহ হয়। তার ঘরে থাকা ওই ব্যক্তিকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলায় তাঁরা আটকে রেখেছিলেন। তবে তাঁদের কাছ থেকে কোনো টাকা দাবি করা হয়নি
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ জানান, ওই দুই নারী-পুরুষের উপর মিথ্যা অনৈতিক অভিযোগ এনে তাদের আটকে রাখে এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিজস্ব প্রতিবেদক: 

























