শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘অশনি’র রূপ বদল

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূল এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশসহ পশ্চিমবঙ্গে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে সমুদ্রকুল এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় অশনির আগমনের আগেই রবিবার থেকে ময়দানে নেমেছে এনডিআরএফের দল। আন্দামানের বিভিন্ন জায়গায় মোতায়েন হয়েছেন এনডিআরএফ সদস্যরা। 

আবহাওয়ার রিপোর্ট বলা হয়েছে, মনে করা হচ্ছে এই মুহূর্তে উত্তর আন্দামান সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে না। বর্তমান সিস্টেমটি আন্দামান দ্বীপপুঞ্জ থেকে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিম্নচাপের ফলে আন্দামানে ভারী বৃষ্টি হতে পারে। এর জন্য প্রস্তুত রয়েছে জায়ীত বিপর্যয় মোকাবিলা বাহিনী। মঙ্গলবার বিকালের মধ্যে একটি নিম্নচাপ হিসাবে মায়ানমার উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঘূর্ণিঝড় ‘অশনি’র রূপ বদল

প্রকাশিত সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উপকূল এলাকায় ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। তবে ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশসহ পশ্চিমবঙ্গে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে সমুদ্রকুল এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় অশনির আগমনের আগেই রবিবার থেকে ময়দানে নেমেছে এনডিআরএফের দল। আন্দামানের বিভিন্ন জায়গায় মোতায়েন হয়েছেন এনডিআরএফ সদস্যরা। 

আবহাওয়ার রিপোর্ট বলা হয়েছে, মনে করা হচ্ছে এই মুহূর্তে উত্তর আন্দামান সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে না। বর্তমান সিস্টেমটি আন্দামান দ্বীপপুঞ্জ থেকে দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিম্নচাপের ফলে আন্দামানে ভারী বৃষ্টি হতে পারে। এর জন্য প্রস্তুত রয়েছে জায়ীত বিপর্যয় মোকাবিলা বাহিনী। মঙ্গলবার বিকালের মধ্যে একটি নিম্নচাপ হিসাবে মায়ানমার উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।