রাতে বাসায় ফেরার সময় খাসির মাংস নিয়ে গিয়েছিলেন নবীন নামে এক যুবক। গিয়ে স্ত্রীকে বলেন, সেটি রান্না করে দিতে। কিন্তু স্বামী মাতাল থাকায় তার কথামতো রান্না করতে অস্বীকার করেন ওই নারী। আর তাতেই স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের কাছে ছয়-ছয়বার ফোন করেন নবীন। তবে স্ত্রীকে নয়, শেষপর্যন্ত জেলে যেতে হয়েছে সেই স্বামীকেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের খবর অনুসারে, সম্প্রতি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় ঘটেছে এই ঘটনা। জানা যায়, ২৮ বছরের যুবক নবীন পেশায় দিনমজুর। বাড়ি হায়দরাবাদ থেকে ৯০ কিলোমিটার দূরবর্তী নালগোন্ডা জেলায়।গত শুক্রবার (১৮ মার্চ) রাতে মাতাল অবস্থায় বাসায় ফিরেছিলেন তিনি। ফেরার পথে খাসির মাংস কিনে নিয়ে যান। কিন্তু স্বামীর মদ্যপ অবস্থা দেখে রান্না করতে যেতে রাজি হননি নবীনের স্ত্রী। এতে রেগে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের জরুরি হেল্পলাইন ১০০-তে ছয়বার কল দেন নবীন। নালগোন্ডা পুলিশ প্রথমে ভেবেছিল এটি হয়তো কোনো প্র্যাংক কল। কিন্তু বারবার কল আসতে থাকায় শেষপর্যন্ত দায়িত্বরত পুলিশ কর্তকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানান।
এক পুলিশ পরিদর্শক টাইমস অব ইন্ডিয়াকে বলেন, হেল্পলাইনের কর্মকর্তা সেটিকে প্র্যাংক কল ভেবে কেটে দেন। কিন্তু নবীন বারবার একই অভিযোগ নিয়ে কল করতে থাকেন। এভাবে ছয়বার কল দেয়ার পর আমাদের জানানো হয়। শেষপর্যন্ত পুলিশ নবীনের বাড়িতে হাজির হয়। কিন্তু ওই সময় মাতাল অবস্থা দেখে তাকে আটক করা হয়নি। তবে শনিবার সকালে আবার এসে ‘অপ্রাসঙ্গিক বিষয়ে’ সময় নষ্ট করানোর অভিযোগে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।নবীনের বিরুদ্ধে ভারতের ফৌজদারি আইনের দুটি ধারায় অভিযোগ আনা হলেও পরে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। এ যুবক স্বীকার করেছেন, মাতাল অবস্থায় পুলিশের কাছে বারবার ফোন করায় গ্রামবাসী তাকে ক্ষেপানো শুরু করেছে, যার কারণে তিনি বাড়ি থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 























