দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস দিবস হরতাল চলছে। তবে হরতালের তেমন কোনো প্রভাব নেই রাজধানীতে। অন্য দিনের মতোই এ এলাকায় যানবাহন চলাচল করছে। তবে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। আজ সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়া, মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুরসহ ব্যস্ততম এলাকা ঘুরে দেখা যায়, অন্য দিনের মতোই চলছে গণপরিবহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবীদের সংখ্যা।
ডিএমপির মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, মতিঝিল এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত হরতাল সমর্থনে কোনো মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিকে আরাফাত নামের এক যাত্রী বলেন, কর্মস্থল তো বন্ধ নেই। ঘরে বসে থাকবেন কেন? হাবিবা সুলতানা নামের আরেক যাত্রী বলেন, তিনি ভেবেছিলেন সড়কে গাড়ির কিছুটা হলেও সংকট থাকবে। কিন্তু অন্যান্য দিনের মতোই সড়কে যানবাহন চলাচল করছে।
অন্যদিকে হরতাল কর্মসূচি পালনের সময় রাজধানীসহ সারাদেশে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও ধরপাকড়ের অভিযোগ করেছেন বাম জোটের নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল সোমবার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়েছে। হরতাল সমর্থনে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করেছে বাম জোট।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















