শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে বামজোটের ডাকা হরতাল পালনকালে ছাত্রীকে ধাক্কা

রাবি প্রতিনিধি:

সারা দেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বাম জোটের অর্ধদিবস হরতাল চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুনকে ধাক্কা দেয় পরিবহন কর্মচারিরা।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালন শুরু করে রাবির বামপন্থী ছাত্র সংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোট। হরতালের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলে বাধা দেন তারা। এতে পরিবহন দপ্তরের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সংগঠনের নেতাকর্মীরা।

এক পর্যায়ে কর্মচারীরা চড়াও হয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ারের ওপর হামলা করেন।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি শান্ত করার চেষ্টা করেছি। তাদের দাবি দাওয়ার বিষয়ে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি। কিন্তু তারা তাতে অস্বীকৃতি জানায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাসহ সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জোটের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবিতে বামজোটের ডাকা হরতাল পালনকালে ছাত্রীকে ধাক্কা

প্রকাশিত সময় : ১১:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

রাবি প্রতিনিধি:

সারা দেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বাম জোটের অর্ধদিবস হরতাল চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুনকে ধাক্কা দেয় পরিবহন কর্মচারিরা।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এসময় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে সকাল ৬টা থেকে এ কর্মসূচি পালন শুরু করে রাবির বামপন্থী ছাত্র সংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোট। হরতালের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলে বাধা দেন তারা। এতে পরিবহন দপ্তরের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সংগঠনের নেতাকর্মীরা।

এক পর্যায়ে কর্মচারীরা চড়াও হয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ারের ওপর হামলা করেন।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি শান্ত করার চেষ্টা করেছি। তাদের দাবি দাওয়ার বিষয়ে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি। কিন্তু তারা তাতে অস্বীকৃতি জানায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাসহ সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জোটের নেতাকর্মীরা।