দুই সন্তানকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় এক মায়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিরপুর ১৪ নম্বরে ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাবিনা ইয়াসমিন (৩১)। তিনি রফিকুল ইসলাম স্ত্রী। তাঁর দুই সন্তান নিরাপদে আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিবেশী জামিল হোসেন বলেন, সাবিনা তার ৯ ও ৫ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তার রিকশাকে একটি বাস ধাক্কা দেয়। রিকশা থেকে ছিটকে পড়ার পর পথচারীরা সাবিনাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাবিনা বিআরবি কলোনির বি-৩৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকতেন। গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর থানা এলাকায়।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দুই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে সড়কে ঝরল মায়ের প্রাণ
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- ১২৮
Tag :
সর্বাধিক পঠিত
























