শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়িতে উঠলেন প্রেমিকা, ৯৯৯-এ কল করে পুলিশে দিলেন প্রেমিক

সিলেটের বিশ্বনাথে বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ায় ৯৯৯-এ কল করে প্রেমিকাকে পুলিশে দিয়েছেন প্রেমিক। সোমবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল (কাদিপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিকের নাম ইমরান আহমেদ। ২৩ বছর বয়সী ইমরান দশদল (কাদিপুর) গ্রামের সমুজ আলীর ছেলে। আর ১৮ বছরের প্রেমিকার বাড়ি বিশ্বনাথ পৌরসভার নরশিংপুর গ্রামে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে ওই তরুণীর প্রেম চলছিল। সোমবার দুপুরে প্রেমের টানে ইমরানের বাড়িতে হাজির হন প্রেমিকা। এ সময় বাড়িতে ছিলেন না ইমরান। কিন্তু কিছুতেই প্রেমিকের বাড়ি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন তরুণী। পরে বিষয়টি ইমরানকে জানান পরিবারের সদস্যরা।

এরপর খবর পেয়ে মেয়েকে বাড়ি ফেরাতে ব্যর্থ হন ওই তরুণীর পরিবারের লোকজন। অবস্থা বেগতিক বুঝতে পেরে ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান প্রেমিক ইমরান। পরে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানায়, প্রেমের টানে গত বছরের শুরুতেও ইমরানের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন ওই তরুণী। সে সময় পরিবারের অভিযোগ পেয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ইমরানকে আটক ও তরুণীকে উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ। পরে ইমরানের বিরুদ্ধে অপহরণ মামলা করেন তরুণীর বড় ভাই। এরপর প্রায় দেড় মাস জেল খাটেন ইমরান।

ইমরান বলেন, সোমবার সকালে জরুরি কাজে সিলেট শহরে যাই। দুপুরের দিকে খবর পাই- ওই মেয়েটি আমার বাড়িতে চলে এসেছেন। পরে তাকে নিতে এসে তার ভাইয়েরা আমার বাড়িঘর ভাঙচুর করেন। তাৎক্ষণিক আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চাই।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা মেয়েটিকে ইমরানের বাড়ি থেকে থানায় নিয়ে আসি। পরে পছন্দের পাত্রের কাছে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের জিম্মায় নিয়ে যান মেয়েটির মা।ডেইলি বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাড়িতে উঠলেন প্রেমিকা, ৯৯৯-এ কল করে পুলিশে দিলেন প্রেমিক

প্রকাশিত সময় : ১১:৫৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

সিলেটের বিশ্বনাথে বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ায় ৯৯৯-এ কল করে প্রেমিকাকে পুলিশে দিয়েছেন প্রেমিক। সোমবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল (কাদিপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিকের নাম ইমরান আহমেদ। ২৩ বছর বয়সী ইমরান দশদল (কাদিপুর) গ্রামের সমুজ আলীর ছেলে। আর ১৮ বছরের প্রেমিকার বাড়ি বিশ্বনাথ পৌরসভার নরশিংপুর গ্রামে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে ওই তরুণীর প্রেম চলছিল। সোমবার দুপুরে প্রেমের টানে ইমরানের বাড়িতে হাজির হন প্রেমিকা। এ সময় বাড়িতে ছিলেন না ইমরান। কিন্তু কিছুতেই প্রেমিকের বাড়ি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন তরুণী। পরে বিষয়টি ইমরানকে জানান পরিবারের সদস্যরা।

এরপর খবর পেয়ে মেয়েকে বাড়ি ফেরাতে ব্যর্থ হন ওই তরুণীর পরিবারের লোকজন। অবস্থা বেগতিক বুঝতে পেরে ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান প্রেমিক ইমরান। পরে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানায়, প্রেমের টানে গত বছরের শুরুতেও ইমরানের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন ওই তরুণী। সে সময় পরিবারের অভিযোগ পেয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ইমরানকে আটক ও তরুণীকে উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ। পরে ইমরানের বিরুদ্ধে অপহরণ মামলা করেন তরুণীর বড় ভাই। এরপর প্রায় দেড় মাস জেল খাটেন ইমরান।

ইমরান বলেন, সোমবার সকালে জরুরি কাজে সিলেট শহরে যাই। দুপুরের দিকে খবর পাই- ওই মেয়েটি আমার বাড়িতে চলে এসেছেন। পরে তাকে নিতে এসে তার ভাইয়েরা আমার বাড়িঘর ভাঙচুর করেন। তাৎক্ষণিক আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চাই।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার বলেন, ৯৯৯-এ কল পেয়ে আমরা মেয়েটিকে ইমরানের বাড়ি থেকে থানায় নিয়ে আসি। পরে পছন্দের পাত্রের কাছে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের জিম্মায় নিয়ে যান মেয়েটির মা।ডেইলি বাংলাদেশ