বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অনাস্থা ভোটের আগে চাপ বাড়ল ইমরানের

পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গুরুত্বপূর্ণ মিত্র দল বিরোধীদের সঙ্গে হাত মেলানোয় তার পদত্যাগের চাপ আরও বেড়ে গেছে। সিন্ধু প্রদেশের একটি প্রধান রাজনৈতিক শক্তি মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) দল গতকাল বুধবার ঘোষণা করেছে যে তারা ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকার ছেড়ে যাচ্ছে।

এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব নিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে ভোট হতে পারে। বিরোধীরা জোটবদ্ধ হয়ে তোলা এ প্রস্তাব নিয়ে ভোটের দিন দলীয় আইনপ্রণেতাদের (এমএনএ) জাতীয় পরিষদে যেতে নিষেধ করেছেন ইমরান। গত মঙ্গলবার সরকারি দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান হিসেবে এ নির্দেশনা দেন ইমরান খান। পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ওঠার একদিন পর ইমরান খান এ নির্দেশ দিলেন। তার স্বাক্ষরিত দলীয় এক নির্দেশনায় বলা হয়েছে, ভোটাভুটির দিন পাকিস্তানের জাতীয় পরিষদের সংসদীয় দল পিটিআইর সব সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকবেন অথবা জাতীয় পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন না। কোনো সদস্য এ নির্দেশ লঙ্ঘন করবেন না বা অনাস্থা ভোটের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংসদীয় দল/গোষ্ঠীর পক্ষে অবস্থান নেবেন না। তবে আইনপ্রণেতাদের সতর্ক করা হলেও নির্দেশ অমান্য করলে কী শাস্তি হবে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। উল্লেখ্য, গত সোমবার জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধী দলগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অনাস্থা ভোটের আগে চাপ বাড়ল ইমরানের

প্রকাশিত সময় : ১০:০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গুরুত্বপূর্ণ মিত্র দল বিরোধীদের সঙ্গে হাত মেলানোয় তার পদত্যাগের চাপ আরও বেড়ে গেছে। সিন্ধু প্রদেশের একটি প্রধান রাজনৈতিক শক্তি মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) দল গতকাল বুধবার ঘোষণা করেছে যে তারা ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকার ছেড়ে যাচ্ছে।

এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব নিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে ভোট হতে পারে। বিরোধীরা জোটবদ্ধ হয়ে তোলা এ প্রস্তাব নিয়ে ভোটের দিন দলীয় আইনপ্রণেতাদের (এমএনএ) জাতীয় পরিষদে যেতে নিষেধ করেছেন ইমরান। গত মঙ্গলবার সরকারি দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান হিসেবে এ নির্দেশনা দেন ইমরান খান। পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ওঠার একদিন পর ইমরান খান এ নির্দেশ দিলেন। তার স্বাক্ষরিত দলীয় এক নির্দেশনায় বলা হয়েছে, ভোটাভুটির দিন পাকিস্তানের জাতীয় পরিষদের সংসদীয় দল পিটিআইর সব সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকবেন অথবা জাতীয় পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন না। কোনো সদস্য এ নির্দেশ লঙ্ঘন করবেন না বা অনাস্থা ভোটের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো সংসদীয় দল/গোষ্ঠীর পক্ষে অবস্থান নেবেন না। তবে আইনপ্রণেতাদের সতর্ক করা হলেও নির্দেশ অমান্য করলে কী শাস্তি হবে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি। উল্লেখ্য, গত সোমবার জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধী দলগুলো।