শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টিপু-প্রীতি হত্যা: আরেক সন্দেহভাজন অস্ত্রসহ আটক

রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক ব্যক্তির নাম আরফান উল্লাহ দামাল বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম।

তিনি জানান, টিপু হত্যার আগে দামালসহ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রুপালি সমাজ উন্নয়ন সংস্থায় একটা বৈঠক করেছিলেন।

ডিসি রিফাত বলেন, আমরা এখন অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখাচ্ছি। রিমান্ডে নেওয়ার পর টিপু হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা জানার চেষ্টা করা হবে।

গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন টিপু ও তার মাইক্রোবাসের পাশে রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতি।

এ ঘটনায় টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় ২৭ মার্চ বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশ নামে একজনকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

টিপু-প্রীতি হত্যা: আরেক সন্দেহভাজন অস্ত্রসহ আটক

প্রকাশিত সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২

রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক ব্যক্তির নাম আরফান উল্লাহ দামাল বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম।

তিনি জানান, টিপু হত্যার আগে দামালসহ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রুপালি সমাজ উন্নয়ন সংস্থায় একটা বৈঠক করেছিলেন।

ডিসি রিফাত বলেন, আমরা এখন অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখাচ্ছি। রিমান্ডে নেওয়ার পর টিপু হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা জানার চেষ্টা করা হবে।

গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন টিপু ও তার মাইক্রোবাসের পাশে রিকশায় থাকা কলেজছাত্রী প্রীতি।

এ ঘটনায় টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় ২৭ মার্চ বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশ নামে একজনকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।