ব্যাপক রাজনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। এরই মধ্যে সেখানে আলোচনা-সমালোচনা চলছে দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানকে নিয়ে। তার বিরুদ্ধে পিএমএলএন নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল অভিযোগ করেছেন যে ফার্স্ট লেডি বুশরা বিবির ঘনিষ্ঠ সহযোগী ফারাহ খানের বহন করা হ্যান্ডব্যাগের দাম ৯০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৮ লাখ টাকা)। ফারাহর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রাক্তন মন্ত্রী মঙ্গলবার এ অভিযোগ করে। খবর- দ্য নিউজ পিকে।
ইসমাইল, দেশটির সাবেক প্রধানমন্ত্রী শহিদ খকান আব্বাসির সাথে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই অভিযোগ করেন। এ সময় তিনি দাবি করেন, পিএমএল-এন ফারাহ সম্পর্কে সেই কথাই বলছে যা আগে পিটিআই নেতা আলিম খান বলেছিলেন। পিএমএল-এন’র এই নেতার অভিযোগ, ফার্স্ট লেডি ঘনিষ্ঠ সহযোগী পাঞ্জাবের বেসামরিক কর্মচারীদের বদলির জন্য ‘টাকা নিয়েছেন’
‘কাদের কাছে গেল সেই টাকা?’ ইসমাইল জানতে চান। তিনি বলেন, পিটিআই দাবি করছে যে ফারাহ খান একজন ‘প্রাইভেট নাগরিক বা ব্যক্তি’ হওয়ায় তিনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হতে পারেন না। ফারাহ খানের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর আলোচনা চলছে পাকিস্তানজুড়ে বিভিন্ন মহলে। আলোচনায় স্থান পেয়েছে ‘হ্যান্ডব্যাগ’ ইস্যুটি। অনেকেই বিস্ময় প্রকাশ করছে বলছেন, সত্যিই কি ফারাহ খানের হ্যান্ডব্যাগের এত দাম?
এদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সহ-সভাপতি মরিয়াম নওয়াজ কয়েকবার অভিযোগ করেছেন যে ফারাহ খান দুর্নীতির সাথে জড়িত। অভিযোগের জবাবে ইমরানের ঘনিষ্ঠ সহকর্মী শেহবাজ গিল বলেন, বুশরার বিরুদ্ধে সমালোচনার কিছু না পেয়ে মরিয়ম এখন বুশরার বন্ধুকে টার্গেট করছেন

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম 
























