ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুই দিনের সফরে গতকাল ভারত পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নামার মধ্য দিয়ে তিনি সফর সূচনা করেন। গতকাল তিনি গুজরাটের শবরমতীর মহাত্মা গান্ধীর আশ্রম পরিদর্শন করেন। সেখানে ভারতের ঐতিহ্যবাহী চরকা ঘোরাতে দেখা যায় তাকে। এই কাজে কতটা পটু তা দেখছে না কেউ কিন্তু আজ শুক্রবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে জনসনকে সম্পর্কের সুতা বোনায় বিচক্ষণতা দেখাতে হবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।
বরিসন জনসন এমন সময় ভারত সফর করছেন যখন রুশ আগ্রাসনে গোটা ইউক্রেন বিধ্বস্ত হয়েছে। কিন্তু এ বিষয়ে ভারতের অবস্থান যুক্তরাজ্যের বিপরীত। এখন পর্যন্ত ভারত রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। খবরে বলা হয়েছে, ভারতকে রুশ নির্ভরতা কমানোর আহ্বান জানাবেন জনসন। দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করবেন তিনি। এখানে জনসন কতটা কৌশলী হতে পারেন সেটাই দেখবার বিষয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গান্ধীর আশ্রমে পরিদর্শন বইয়ে জনসন লিখেন, অসাধারণ এই ব্যক্তির আশ্রমে আসা বিশাল সৌভাগ্যের ব্যাপার।
বিশ্বকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি কীভাবে সত্য ও অহিংসার মতো সরল নীতিগুলো একসুতায় গেঁথেছিলেন, এর মধ্য দিয়ে তা বোঝা যায়।খবরে বলা হয়, গুজরাটের রাজধানী আহমেদাবাদে নামার পর বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত চার কিলোমিটার পথ তাকে ব্যাপক অভ্যর্থনা জানানো হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল ও গভর্নর আচার্য দেবব্রত। গুজরাটে একদিনের সফরে রাজ্যের প্রখ্যাত ব্যবসায়ী নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করার কথা রয়েছে জনসনের।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























