ইউক্রেন সীমান্তের কাছে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়ার ব্রেয়ানস্ক শহরে অবস্থিত একটি তেল সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ভোররাতের কিছু আগে সংরক্ষণাগারটিতে আগুন লাগে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়।
ইউক্রেইনে যুদ্ধের সঙ্গে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি-না এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু মস্কোর সামরিক অভিযানে এই সংরক্ষণাগারটি দীর্ঘদিন যাবত লজিস্টিক বেইজ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
এ দিকে গত রবিবার (২৪ এপ্রিল) ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। ইউক্রেন যুদ্ধের দুই মাসের মাথায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এই শীর্ষ দুই কর্মকর্তা অঞ্চলটি সফরে গেলেন। মূলত সেখান থেকে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যর্থ বলে দাবি করেছেন।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ সেই বৈঠকে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অনেক সামরিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
সূত্র : বিবিসি নিউজ

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























