ময়মনসিংহে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঋতু (২৩) হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তারা হলেন-স্থানীয় তোতা ব্যাপারী ছেলে সরোয়ার, রশিদ মিয়ার ছেলে রানা ও হেলাল উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন।
শত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় মহানগরীর বয়ড়া বটতলা বাজার এলাকায় ঋতুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। পরে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে একটি বিশেষ টিম বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে চেষ্টা করছি। আশা করছি এ মামলার অন্য আসামিরাও দ্রুত গ্রেপ্তার হবে। এ জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























