কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকা থেকে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের বেশিরভাগই শিশু, কিশোর ও নারী।
আজ বুধবার সকাল থেকে সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের কয়েকটি দল আলাদাভাবে এ অভিযান অব্যাহত রেখেছে। আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























