তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী অপশক্তিকে সাথে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি।
তিনি শুক্রবার (৬ মে) বিকেলে কক্সবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় ড.হাছান মাহমুদ বিএনপি জামায়াতের মিথ্যা প্রচারের বিরুদ্ধে সত্য প্রচার বাড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, দেশের অভাবনীয় উন্নয়ন হচ্ছে কোনো জাদুর কারনে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারনেই দেশের উন্নয়ন হচ্ছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























