শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের দেখার সঙ্গে সঙ্গে গুলি করার যে আদেশ দেওয়া হয়েছে তা বানোয়াট বলছেন দেশটির প্রতিরক্ষাপ্রধান ও সেনা কমান্ডার জেনারেল শাভেন্দ্র সিলভা।
মঙ্গলবার (১০ মে) জেনারেল শাভেন্দ্র সিলভা বলেন যে, সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো পরিস্থিতিতেই এই ধরনের অপমানজনক কাজ করবে না।
এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যারা দেশের সম্পদ ধ্বংস ও লুট করবে তাদের ওপর ফাঁকা গুলি ছুঁড়তে তিন বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এ ঘোষণা আসে যখন বিক্ষুব্ধ জনতা একের পর এক প্রতিষ্ঠান ও ক্ষমতাসীন রাজনীতিকদের বাড়িঘরে হামলা চালাতে থাকেন। দুই দিনে ক্ষমতাসীন দলের এমপির বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।
গত সোমবার বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। তা সত্ত্বেও বিক্ষোভ থামেনি। দুই দিনের সহিংসতায় এখন পর্যন্ত দেশটিতে আটজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও দুইশজনের মতো।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























