বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে সরকার পতনের আন্দোলন ঠেকানো যাবে না।
তিনি বলেন, ‘যত চেষ্টা করার করেন, বিএনপিকে ভাঙা যাবে না, কোনো লাভ হবে না। বিএনপি মচকাবে তবু ভাঙবে না।’
শনিবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জয়নুল আবেদীন বলেন, সরকারের কলাকুশলীরা একটি নির্বাচনি রোডম্যাপ তৈরি করছেন বলে শোনা যাচ্ছে। আমাদের বক্তব্য স্পষ্ট- এ রোডম্যাপ নির্বাচনি নয়, এটা হচ্ছে কীভাবে পালানোর চেষ্টা করবে সেই রোডম্যাপ।
বিএনপির এই নেতা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ানোর জন্য ক্ষেত্রে অহেতুক চেষ্টা করবেন না। আপনাদের মিথ্যা আশ্বাসে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ নেবে না।’
বিএনপি আন্দোলন করতে জানে না- আওয়ামী লীগ নেতাদের এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের কী দেখেছেন? স্বৈরাচার এরশাদ নয় বছর রাষ্ট্রক্ষমতায় ছিলেন, সেই এরশাদ আন্দোলনে ভেসে গেছেন। কোনো স্বৈরাচারী টিকতে পারে নাই। এই অনির্বাচিত সরকারও আন্দোলন থামাতে পারবে না।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- কেরানীগঞ্জ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কফিল উদ্দিন প্রমুখ।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























