রাজশাহীতে দুটি দোকানে ভোক্তা অধিকারের অভিযান, ১৪০ লিটার তেল মজুদ করায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা।পূর্ব মূল্যের বোতলজাত সয়াবিন তেলের মজুদ দোকানে রাখায় রাজশাহী নগরীর দুটি দোকানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুটি দোকানের মজুদ করা ১৪০ লিটার বোতল জাত তেল ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের কর্মকর্তারা নিজে দাঁড়িয়ে থেকে জনসাধারনের মাঝে বিক্রি করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারি পরিচালক হাসান আল মারুফ জানান, দুপুরে রাজশাহী নগরীর পাঠানপাড়া এলাকার উম্মেদ আলি এন্ড সন্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে ৯৫ লিটার বোতলজাত সয়াবিন তেল মজুদ করা অবস্থায় পাওয়া যায়। এসময় ঐ দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর। এছাড়া তেরোখাদিয়া বাজারে সানোয়ার ভ্যারাইটি স্টোরে অভিযান চালিয়ে মেলে বোতলজাত ৪৫ লিটার ভোজ্যতেল। জরিমানা করা হয় ১৫ হাজার টাকা। হাসান আল মারুফ বলেন, চলমান পরিস্থিতিতে এই ব্যবসায়ীরা অসৎ উপায়ে বেশি মুনাফা লাভের আশায় তেলগুলো মজুদ করে রেখেছিলো। অভিযানের পর তেলগুলো পূর্বের বোতলজাত গায়ের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রন না হওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে দুটি দোকানে ১৪০ লিটার তেল মজুদ করায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৪:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- ১১৫
Tag :
সর্বাধিক পঠিত

























