অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। শনিবার (২১ মে) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবদেন এ তথ্য জানা যায়। ওই প্রতিবেদনে জানা যায়, বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ক্ষমতা থেকে সরিয়ে প্রায় এক দশকের মধ্যে প্রথম লেবার সরকার নির্বাচিত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে এটি এখন পর্যন্ত স্পষ্ট নয় যে দেশটিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার হবে।
অষ্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে স্কট মরিসন ৪৭টি এবং অ্যান্থনি আলবানিজ জয় পেয়েছেন ৭০টি আসনে।উল্লেখ্য, স্থানীয় সময় শনিবার সকালে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়্ এই ভোটে দেশটির বর্তমান ও লিবারেল-ন্যাশনাল জোটের নেতা স্কট মরিসনের সঙ্গে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজের প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, এবার সামান্য ব্যবধানে জয় পাবে লেবার পার্টি।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























