মৌলভীবাজার সদর উপজেলার ঘোড়াখাল এলাকায় দাঁড়ানো বাসের সাথে মাইক্রোবাসের ধাক্কা লেগে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন লাল দেব (৬৫) নিহত হয়েছেন। রবিবার (২২ মে) বিকাল সাড়ে ৩ ঘটিকায় মৌলভীবাজার টু শেরপুর সড়কের মনুমুখ ইউনিয়নের কমপ্লেক্সের সামনে এই দুঘটনা ঘটে। নিহত অরুন লাল দেব মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি একই উপজেলার গনেশপুর গ্রামের মৃত রজনী কান্তের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার টু শেরপুর আন্ত:মহাসড়কে একটি বাস পাকিং অবস্থায় দাঁড়ানো ছিলো। নিয়ন্ত্রণ হারিয়ে অরুন লাল দেবের মাইক্রোবাসটি বাসের পিছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সামনের সিটে বসা অরুন লাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার মডেল থানা ওসি ইয়াছিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়িটি উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মৌলভীবাজারে বাসের সাথে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
-
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার - প্রকাশিত সময় : ১০:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- ১৪৭
Tag :
সর্বাধিক পঠিত


























