প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক এর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সোমবার ২৩ মে বিকেলে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ও হল কমিটির নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, এনায়েত রাজু, ইমতিয়াজ আহমেদ সহ বিভিন্ন হলের সভাপতি ,সাধারণ সম্পাদকবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক: 

























