ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে সাঁতার কাটতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ৷ নিহত ওই শিক্ষার্থীর নাম পলাশ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রবিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম।
তিনি বলেন, হলের পুকুরে এক শিক্ষার্থী গোসলে নেমে ডুবে যায়। তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিক্ষার্থীরা জানিয়েছে, দুপুর ১২টার দিকে হলের পুকুরে গোসল করতে নামেন পলাশ। সাঁতরে একবার পুকুর পাড়ি দেওয়ার পর আবারও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করেন। কিছুদূর যেতেই ডুবে যান পলাশ। পরে বন্ধুবান্ধব তার সন্ধানে পুকুরে নামে। প্রায় ২০ মিনিট পর তাকে পুকুর থেকে তুলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























