রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মে) সকাল ৬টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেছেন, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় সকাল ৬টা ১৪ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। এরপর সকাল ৬টা ১৯ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।উল্লেখ্য, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি দমকল বাহিনীর এই কর্মকর্তা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















