শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুপুরে দেশে ফিরছেন সাকিব, রাতে তামিম

শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ পরাজিত হওয়ার পর বেশ কয়েকজন ক্রিকেটার বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। এদের মধ্যে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ম্যাচ শেষ করেই সেই রাতেই দেশ ছেড়েছিলেন।

মূলত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন সাকিব, আর সপরিবারে দুবাই বেরাতে গেছেন তামিম ইকবাল। এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম রবিবার থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। আজ যুক্তরাষ্ট্রের পথে বিমানে চড়ে বসছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

প্রথমে শোনা গিয়েছিল সিঙ্গাপুরে রুটিন চেকআপ শেষ করে দেশে না ফিরে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যাবেন সাকিব। আর সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। তবে পরবর্তীকালে জানা গেলো, সাকিব দেশে ফিরে জাতীয় দলের বহরের সঙ্গেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছেন।

যেই কথা সেই কাজ! সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবারই (৩১ মে) দেশে ফিরে আসছেন সাকিব। মূলত দুপুরেই রাজধানীতে পা রাখার কথা সাকিবের। আর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল রাত ৯টায় সপরিবারে দুবাই থেকে ঢাকায় পৌঁছবেন বলে জানা গেছে।উল্লেখ্য, জাতীয় দলের প্রথম বহর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে আগামী শুক্রবার (৩ জুন) যাত্রা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দুপুরে দেশে ফিরছেন সাকিব, রাতে তামিম

প্রকাশিত সময় : ১০:৪৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ পরাজিত হওয়ার পর বেশ কয়েকজন ক্রিকেটার বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। এদের মধ্যে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ম্যাচ শেষ করেই সেই রাতেই দেশ ছেড়েছিলেন।

মূলত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন সাকিব, আর সপরিবারে দুবাই বেরাতে গেছেন তামিম ইকবাল। এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম রবিবার থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। আজ যুক্তরাষ্ট্রের পথে বিমানে চড়ে বসছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

প্রথমে শোনা গিয়েছিল সিঙ্গাপুরে রুটিন চেকআপ শেষ করে দেশে না ফিরে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যাবেন সাকিব। আর সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। তবে পরবর্তীকালে জানা গেলো, সাকিব দেশে ফিরে জাতীয় দলের বহরের সঙ্গেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছেন।

যেই কথা সেই কাজ! সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবারই (৩১ মে) দেশে ফিরে আসছেন সাকিব। মূলত দুপুরেই রাজধানীতে পা রাখার কথা সাকিবের। আর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল রাত ৯টায় সপরিবারে দুবাই থেকে ঢাকায় পৌঁছবেন বলে জানা গেছে।উল্লেখ্য, জাতীয় দলের প্রথম বহর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে আগামী শুক্রবার (৩ জুন) যাত্রা করবে।